ওয়েব ডিজাইন কি
আমরা প্রতিনিয়তই অসংখ্য ওয়েবসাইট ব্রাউজ করছি। এক একটা ওয়েব সাইট এক এক ধরনের। ওয়েব ডিজাইন হচ্ছে একটি ওয়েব এপলিকেশন বা একটি ওয়েব সাইটের সাধারণ রূপ বা বাহ্যিক অবকাঠামো তৈরী করা।
ওয়েবসাইট এর আকার, আকৃতি ও লেখা সবগুলিই আলাদা আলাদা হয়। একটি ওয়েব সাইটের দুটি অংশ থাকে, ফ্রন্ট এবং ব্যাক। ফ্রন্টের কাজ হচ্ছে ওয়েব সাইট টা কত টা সুন্দর হবে,কত সুন্দর করে সাজানো যাবে, লেআউট, হেডার, সাইডবার ইত্যাদি কোথায় এবং কত সুন্দর ভাবে প্রদর্শন করানো যাবে তা ই হচ্ছে ওয়েব ডিজাইন। আমরা কিছু সংখ্যক লেখা ও ছবি কে পূর্নাঙ্গ ওয়েবসাইটে রুপ দেওয়াকেই ওয়েব ডিজাইনিং বলতে পারি।
আমরা সাধারণত কোনো ছবি আকতে গেলে যেমন চিন্তা করি, তেমন ই ওয়েব ডিজাইন এর ক্ষেত্রে ও আমাদের আগে থেকেই কোন কাজের জন্য কি লাগবে কি করতে হবে সব কিছু নির্ধারন করে করতে হয়।
ওয়েব ডিজাইন শুরু করার প্রথম স্টেপ হচ্ছে লে আউট তৈরি করে সেই অনুযায়ী কাজ করা। ডিজাইনের কাজ মূলত HTML, CSS, Bootstrap, Java Script দিয়ে করা লাগে। শুধুমাত্র HTML, CSS দিয়েই একটি স্ট্যাটিক ওয়েব সাইট ডিজাইন করা সম্ভব।
ওয়েব ডিজাইনারের মূল কাজ একটা সাইটের জন্য টেমপ্লেট বানানো বা সাইটটি দেখতে কেমন হবে তা নির্দিষ্ট করা, ডিজাইন করা। ওয়েব ডিজাইনাররা সাধারণত স্ট্যাটিক ওয়েবসাইট ডিজাইন করে থাকেন।
ওয়েব ডিজাইন বা ওয়েব সাইট ডিজাইন মানেই হচ্ছে একটা ওয়েব সাইট বানানো। দুই ধরনের ওয়েব সাইট হয়ে থাকে, স্ট্যাটিক এবনফ ডায়নামিক। স্ট্যাটিক ওয়েব সাইট হচ্ছে সিম্পল ওয়েব সাইট। এখানে মূলত সকল কাজ ই একজন ওয়েব ডিজাইনার কে করতে হয় এবং আমরা এক পেইজ থেকে অন্য পেইজ এ যেতে পারি ব্যাক করতে পারি । কিন্তু ডায়নামিক ওয়েব সাইট এর জন্য ব্যাক এন্ড তথা কিছু কোডিং এর প্রয়োজন হয় । একটা ফ্রেমওয়ার্ক ইউজ করে ডায়নামিক ওয়েব সাইট তৈরি করতে হয়। ডিজাইনার মূলত ফ্রন্ট এন্ড বা ডিজাইন করার পর ব্যাক এন্ড বা কোডীং পার্ট এ বাকি কাজ করতে হয়।
আমরা যেমন বিভিন্ন ওয়েব সাইটে পণ্য অর্ডার করে থাকি সেই গুলো ডায়নামিক ওয়েব সাইট। ওয়েব ডিজাইন এমন একটি সেক্টর যা চাইলে যে কেউ ই শিখতে পারে শুধু মাত্র শিখার ইচ্ছা শক্তি থাকলেই সম্ভব।